গোয়ালকান্দি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সার্বিকভাবে উন্নত।
রাজশাহী জেলা শহর হইতে গোয়ালকান্দির দূরুত্ব 50 কি.মি।
বাগমারা হইতে গোয়ালকান্দি ইউনিয়নের দূরুত্ব প্রায় 10 কি.মি।
ইউনিয়নে মোট পাঁকা রাস্তার পরিমান প্রায় 20 কি.মি।
গোয়ালকান্দি হইতে তাহেরপুর পৌরসভার দূরুত্ব 5 কি.মি (পাঁকা সড়ক)
গোয়ালকান্দি হইতে ভবানীগন্জ পৌরসভার দূরুত্ব 9 কি.মি (পাঁকা সড়ক)
গোয়ালকান্দি হইতে প্রতিদিন রাজশাহী জেলা শহরে বাস চলাচল করে।
এছাড়াও সি,এন,জি, ভ্যান, রিক্সায় ইউনিয়ন বা ইউনিয়নের বাইরে যে কোন স্থানে যাতায়াত করা খুবই সহজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস