Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোয়ালকান্দি ইউনিয়ন

রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন হল প্রাচীন বাংলার শাসনামল ও গ্রামীণ ঐতিহ্যবহনকারী জমিদার বাড়িকে কেন্দ্র করেগড়ে  উঠা একটিঐতিহ্যবাহী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ গোয়ালকান্দিইউনিয়নআচার-আচরান, শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ১৩ নং গোয়ালকান্দিইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৪.০৬(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৫৭০৪ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ২৭টি।

ঙ) মৌজার সংখ্যা – ২২ টি।

চ) হাট/বাজার সংখ্যা- ৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৬৫%

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ আলমগীর সরকার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টি (গোয়ালকান্দি জমিদার বাড়ী।)

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬৫ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ-০১/১২/২০১৬

                                    ২) প্রথম সভার তারিখ – ১৬/০১/২০১৭ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

কনোপাড়া
মোহনপুর
জামালপুর
আন্দিয়াপাড়া
জোতজয়রামপুর
দুলালীপাড়া
দক্ষিণ সাঁজুড়িয়া
মির্জাপুর
আওরঙ্গবাদ
হাসনিপুর
রামরামা
পলাশী
তেলীপুকুর
গোয়ালকান্দি
বাজে গোয়ালকান্দি
সেনপাড়া
উদপাড়া
চন্দ্রপুর
চেঁউখালী
সমষপাড়া
একডালা
কামারখালী

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত চেয়ারম্যান--১ জন।

               ২)  ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১

               ৪) ইউ,ডি,সি উদ্দ্যোক্তা – ১ জন।

               ৫) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               ৬) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।